ঢাকা: ৪৮ মাস পেরিয়ে গেলেও আজ অবধি বিচার হয়নি সাংবাদিক সম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের। এর কারণ হিসেবে সাংবাদিকদের ঐক্যবদ্ধকে ব্যর্থতা বলে স্বীকার করেছেন সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন।
সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফিজ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হলেও পরবর্তীতে দ্বিধাবিভক্তির কারণে আন্দোলনের গতি পড়ে যায়।
রুহুল আমিন বলেন, সে সময় যারা অন্দোলন শুরু করেছিলেন, আজ তাদের অনেকেই এখানে নেই। একটি ঐক্যবদ্ধ আন্দোলনের দানা বাধঁতে পারিনি আমরা। এবারেও সকল ইউনিয়ন, সংগঠন মিলে একটি সমাবেশ করতে পারিনি। ৪৮ ঘণ্টার সময় ৪৮ মাস পেরিয়েছে। তারপরও আমরা বিচার পাইনি। কার স্বার্থে বিচার পাইনি আমরা!
তিনি বলেন, জল অনেক গড়িয়েছে, ৠাব, পুলিশ, ডিবি অনেক হাত ঘুরেছে। ডিএনএ টেস্ট নিতে আমেরিকা পাঠানো হয়েছিল স্যাম্পল। কিন্তু কিছুই পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি! জবাব দিতে হবে।
তিনি বলেন, আমরা যদি এর বিচার না নিতে পারি তবে ইতিহাসের কাঠগড়ায় আমাদেরও দাঁড়াতে হবে।
ঢাকা রিপোর্টাস ইউনিনিটির সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন- সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
সমাবেশে প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে বিচারের দাবি তুলেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমএন/এসএ/বিএস