ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় স্কেলে বেতন দাবি

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় স্কেলে বেতন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে শিক্ষক সমিতির মহাসচিব মোখলেছুর রহমান বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ঘোষণা না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।

পরে প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষক সমিতির পাঁচজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দাবিতে একটি স্মারকলিপি পেশ করতে যান।
 
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএ/এমএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।