ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭৫২ ইউপিতে নির্বাচন ২২ মার্চ (ইউপি তালিকাসহ)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
৭৫২ ইউপিতে নির্বাচন ২২ মার্চ (ইউপি তালিকাসহ)

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। বৃহস্পতিবারই এই নির্বাচনের তফসিল সংবাদ সম্মেলন অথবা প্রজ্ঞাপন আকারে ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।

দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ ‍হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে ৬ দফায় এসব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে।

সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিলো।

প্রথম ধাপে যে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন হবে দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬/আপডেট: ১৯০৭ ঘণ্টা.
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।