ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাকিমপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
হাকিমপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ছবি : প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ২৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্াপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক মাদক ব্যবসায়ীরা হলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক (৫০) ও বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের ইছাহাকুলের ছেলে সাইফুল ইসলাম (২২)।

দিনাজপুর ৠাব-১৩ ক্যাম্প কমান্ডার (সিও) মেজর মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় ৠাবের একটি দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল পাইকারি দরে সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।