ঢাকা: ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদে ছয় দফায় পযায়ক্রমে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ তার কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচনের এ সময় সূচির কথা জানান।
তিনি বলেন, ছয়টি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ২২ মার্চ ৭৫২টি, দ্বিতীয় দফায় ৩১ মার্চ ৭১০টি, তৃতীয় দফায় ২৩ এপ্রিল ৭১১টি, চতুর্থ দফা ৭ মে ৭২৮টি, পঞ্চম দফা ২৮ মে ৭১৪টি, ষষ্ঠ দফা ৪ জুন পর্যায়ক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে ৬ দফায় এ সব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এডি/এমআইকে/আরআই
** ৭৫২ ইউপিতে নির্বাচন ২২ মার্চ