গাজীপুর: আনসারদের চাকরিস্থায়ীকরণে আইনগত সমস্যা দূর করে তাদের আত্তীকরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত দরবারে তিনি এ আহ্বান জানান।
দরবারে আনসারের এক সদস্য চাকরি স্থায়ীকরণের বিষয়টি তুললে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমইউএম/আরআই
** ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে সততা ও সাহসের সঙ্গে কাজ করুন’
** ৫ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত
** আনসার ও ভিডিপি’র জাতীয় সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ