ঢাকা: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগ করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী মাহফুজ আনামের বিরুদ্ধে বাদীর অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে কোতোয়ালি থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্দেশ দিয়েছেন।
বাদী তার মামলায় উল্লেখ করেন, মাহফুজ আনাম ২০০৭ সালে ১ নভেম্বর গণতন্ত্র বিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করা ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন।
মামলায় আরও বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি মুন্নি সাহার উপস্থাপনায় এটিএন নিউজ টকশো ‘গণতন্ত্র ও গণমাধ্যমের মতিগতি’ নামক টক শোতে মাহফুজ আনাম বিষয়টি স্বীকার করেছেন।
তার এ রূপ কার্যকলাপ রাষ্ট্রদ্রোহিতা ও মানহানিকর দাবি করে বাদী আদালতে এ মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমআই/আরআই
** মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন
** গোপালগঞ্জে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা