ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইসি সচিবালয়ের তার কার্যালয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, গত পৌরসভা নির্বাচনেও কিছু কিছু গাফিলতির ঘটনা ঘটেছিল, আমরা ব্যবস্থা নিয়েছি। ইউপি নির্বাচন উপলক্ষে আরো কঠোরভাবে তাদের হ্যান্ডল করবো। আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দ্যেশে বলতে চাই, কেউ গাফিলতি করলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শাহ নেওয়াজ বলেন, আমরা সারাদেশের নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদে ৬ দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এখন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট দফার নির্বাচনের তফসিল দেওয়াসহ যাবতীয় কর্যাবলী সম্পন্ন করবেন।
তিনি বলেন, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, যেন তারা সুন্দরভাবেই নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে পারে। তাই কেউ গাফিলতি করলে বা কারো পক্ষে কাজ করার চেষ্টা কঠোরভাবে দমন করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন করা সম্ভব। তবে এখন ভোটার তালিকায় ছবি রয়েছে। তাই কেউ ইচ্ছা বরলেই অন্যজনের ভোট দিতে পারেন না। কেউ ব্যত্যয় করলে এবং আমাদের নজরে আসলে চরম ব্যবস্থা নেব।
নির্বাচনে গণমাধ্যম কার নিয়ন্ত্রণে থাকবে- প্রশাসন না ইসির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পষ্টভাবে বলতে চাই-গণমাধ্যম আমাদের খবর জানানোর চেষ্টা করে। তাই তারা কেন্দ্রে প্রবেশ করেই খবর দেবে। কিন্তু বেশিক্ষণ কেন্দ্রে অবস্থান করবে না।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ইইউডি/বিএস
** ছয় দফায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন
** ৭৫২ ইউপিতে নির্বাচন ২২ মার্চ