ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নবাবগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযোগ ছবি: সংগৃহীত

ঢাকা (নবাবগঞ্জ): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিলুফার ইয়াসমিন বাকারা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে  অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত নিলুফার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা গ্রামের প্রবাসী রাহাত খানের স্ত্রী ও নবাবগঞ্জ উপজেলার বড় রাজপাড়া গ্রামের বাবুল হোসেনের মেয়ে।

নিহত নিলুফারের শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা জানায়, ভোরে নিলুফার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে চেষ্টা করে। তারা টের পেয়ে নিলুফারের বাবার বাড়ি খবর পাঠায়।

তারা আরো জানান, এলাকার এক ব্যক্তির সঙ্গে নিলুফারের পরকীয়া চলছিল। এর আগেও সে দুইবার ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এদিকে, নিলুফারের মা মিনুয়ারা বেগমের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে রাহাতের ছোট ভাই শফিক খান বুধবার রাতে নিলুফাকে মারধর করেন। পরে তার অবস্থা গুরুতর হলে নিলুফার ফাঁসি নিয়েছে বলে তাদের জানানো হয়। তারা এসে রাহাতের বাড়ি থেকে নিলুফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, নিহত নিলুফারের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।

এ ঘটনায় নিলুফারের দেবর শফিক খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।