রাঙামাটি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের চারবছর পার হলেও এখনো এর সঙ্গে জড়িতদের গ্রেফতার বা বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। ক্ষোভ প্রকাশ করে তারা বলেছেন, দেশে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে, এ ঘটনা তারই প্রমাণ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন রাঙামাটির গণমাধ্যমকর্মীরা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, দৈনিক রাঙামাটির সম্পাদক আনেয়ার আল হক, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
সমাবেশে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি জানান রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএইচ