জাতীয় সংসদ ভবন থেকে: দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারা বজায় রাখতে ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য সফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ছাত্র রাজনীতি গণতন্ত্র চর্চার সূতিকাগার। বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির এর গৌরবোজ্জল ভূমিকা রয়েছে। এখান থেকেই আত্মপ্রকাশ করেছেন শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে ৭১ এর স্বাধীনতা অর্জন এবং পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় অর্জনে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুপ্তপূর্ণ।
গঠনমূলক ছাত্র রাজনীতি অবশ্যই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সহায়ক বলেও উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতীতে যেমন ছাত্র সংসদ কার্যকর ছিল তেমনি বর্তমানেও বেশকিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ রয়েছে। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারা বজায় রাখার জন্য ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বর্ধিত ফি ফেরত না দিলে ব্যবস্থা:
জাসদের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের (বগুড়া-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি শিক্ষাবর্ষের শুরুতেই দেশের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদের বেতন বাড়ানোর নামে ছাত্র-ছাত্রীদের টিউশন ও ভর্তি ফি’সহ সকল ধরনের ফি এর হার বৃদ্ধি করার বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৭ জানুয়ারি বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও ফি হিসেবে এবং এসএসসি’র ফরম পূরণের সময় আদায়কৃত বাড়তি টাকা ফেরৎ দেওয়ার জন্য সাতদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সাথে বাড়তি অর্থ শিক্ষার্থীদের ফেরত দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে তা অবহিত করতেও বলা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
শিগগিরই শিক্ষকদের দাবির সমাধান:
জাতীয় পার্টির ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার মাধ্যমে প্রচলিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতি বাতিল করা হয়। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ হন। শিক্ষকদের ক্ষোভ নিরসনে উচ্চ পর্যায়ে একটি ক্যাবিনেট উপ-কমিটি গঠন করে, এই কমিটির নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী শিক্ষকদের এ দাবির বিষয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হচ্ছে। আশা করা যায় শিগগিরই এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএম/এমজেএফ
** প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ ১৬,২০৭টি