ঢাকা: আগামী অক্টোবর মাসে ফের সুন্দরবনের বাঘ জরিপ করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনূস আলী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে বাঘ বাচাঁও প্রচারাভিযান ‘টাইগার ক্যারাভান’ উদ্বোধনের আগে ‘টাইগার টক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাঘ গণনার ক্ষেত্রে সীমাবদ্ধার কথা স্বীকার করে ইউনূস আলী বলেন, গতবছর (২০১৫) বাঘ জরিপের সময় কিছু ক্যামেরা চুরি হয়েছে, নষ্ট হয়েছে। কিছুটা মানুষের কারণে বিঘ্ন হয়েছে। এবার আগের চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে বাঘ জরিপ করা হবে।
বাঘ ও সুন্দরবন রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সুন্দরবনের খাল ও ভূমি জরিপ শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেপি/টিআই