ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অক্টোবরে ফের বাঘ জরিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
অক্টোবরে ফের বাঘ জরিপ

ঢাকা: আগামী অক্টোবর মাসে ফের সুন্দরবনের বাঘ জরিপ করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনূস আলী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে বাঘ বাচাঁও প্রচারাভিযান ‘টাইগার ক্যারাভান’ উদ্বোধনের আগে ‘টাইগার টক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



বাঘ গণনার ক্ষেত্রে সীমাবদ্ধার কথা স্বীকার করে ইউনূস আলী বলেন, গতবছর (২০১৫) বাঘ জরিপের সময় কিছু ক্যামেরা চুরি হয়েছে, নষ্ট হয়েছে। কিছুটা মানুষের কারণে বিঘ্ন হয়েছে। এবার আগের চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে বাঘ জরিপ করা হবে।

বাঘ ও সুন্দরবন রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সুন্দরবনের খাল ও ভূমি জরিপ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।