কুড়িগ্রাম: নারী কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রপ্তির উদ্দেশে কুড়িগ্রামে দিনব্যাপী কৃষিপণ্য সামগ্রীর মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় উন্নয়ন সংস্থা জীবিকার আয়োজনে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন।
জীবিকা পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, প্রোগ্রাম ফোকাল পারসন পাপন সরকার ও নারী কৃষক বিজলী বেগম প্রমুখ।
অক্সফ্যামের সহযোগিতায় নারী কৃষকদের ক্যাম্পেইন পর্ব-৩ এর কার্যক্রমের আওতায় দিনব্যাপী কৃষিপণ্য সামগ্রীর মেলা অনুষ্ঠিত হয়। এতে ৩০ টি স্টলে ব্রহ্মপুত্র ও ধরলা নদী অববাহিকার নারী কৃষকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পিসি