ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে সাড়ে ৪৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
টেকনাফে সাড়ে ৪৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে   ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

১১ফেব্রুয়ারী বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফ২ বিজিবির সদর দপ্তর প্রাঙ্গণে এসব ধ্বংস করা হয়।



২০১৫ সালের ২৬ আগস্ট’ থেকে  চলতি বছরের জানুয়ারী পর্যন্ত  বিজিবি কর্তৃক উদ্ধার করা হয় এসব মাদকদ্রব্য।

এর মধ্যে ১৬ লাখ ১০ হাজার ৭’শ ৫৭ টি ইয়াবা, ১৭ হাজার ৩’শ ৫৭ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৬’শ ৭১ ক্যান ডায়াব্লো বিয়ার , ২৭ ক্যান চেঞ্চ বিয়ার, ২ হাজার ৪’শ ৪ পিস কান্ট্রি ড্রাইজিন মদ, ২ হাজার ২’শ ৭৯ পিস ম্যান্ডেলা রাম মদ, ৪’শ ২৯ পিস গ্লান মাষ্টার মদ, ৩’শ ৬৪ বোতল নন্দ মদ, ৪৮ বোতল হাইক্লাস মদ, ৩৬ মিয়ানমার মদ, ৩৬ বোতল ইয়াংগন মদ, ৩২ বোতল জামাইকা রাম মদ, ২১ বোতল লন্ডন রাম মদ, ১৬ বোতল জান্স ঈগল মদ,  ১৬ বোতল গ্রীন রয়েল হুইকি মদ, ১৫ বোতল হিরো হুইসকি মদ, ১৩ বোতল কুইন হুইকি মদ, ১১ বোতল গ্লান রয়েল মদ, ৯ বোতল ডিং ডস মদ, ৪ বোতল ভিআইপি মদ, ৪ বোতল রেড লেবেল মদ, ২ বোতল সুপার এমপাইরাম রাম মদ,  ১ বোতল হাই কমিশনার মদ, ১হাজার ৩’শ ৩০ লিটার চোলাই মদ, ৭৬ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৩২ কেজি গাঁজা ধ্বংস করা হয়।

অনুষ্টানে উপস্থিত ছিলেন,কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এম এম আনিসুর রহমান, ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, উপ- অধিনায়ক আবু রাসেল ছিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  টেকনাফ পরিদর্শক তপন কান্তি শর্ম্মা, শুল্ক বিভাগের পরিদর্শক সৈয়দ গোলাম রব্বানী, টেকনাফ মডেল থানার এসআই সুবীর পাল প্রমুখ।

বাংলাদেশ সময়ঃ ১৭৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১১,২০১৬
টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।