রাজশাহী: রাজশাহীতে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৮৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর শালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার দিঘা (বাউসা) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এস এম শাহরিয়ার হোসেন শাহীন (৩৩), গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের আসাদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মহানগরীর বোয়ালিয়ার তালাইমারি এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩৬)।
এসময় তাদের কাছে থেকে ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন মাদক বিক্রেতা হেরোইন কেনা-বেচার উদ্দেশ্যে শালবাগান সিটি করপোরেশন পরিবহন শাখা এলাকায় অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএস/