হিলি (দিনাজপুর): হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানিকৃত প্রাণী ও প্রাণিসম্পদের খাদ্যদ্রব্যের মান সঠিক আছে কিনা যাচাইয়ের জন্য হিলি স্থলবন্দরে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের নতুন অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি হিলি স্থলবন্দরে কোয়ারেন্টাইন স্টেশনের নতুন অফিস ভবনের উদ্বোধন করেন।
এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অফিসে পৌঁছালে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়ার সভাপতিত্বে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডা. স্বপন কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার চৌধুরী, হাকিমপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ননী গোপাল বর্মন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ হারুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএ/