গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
এতে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সাইদ-উর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ।
মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাঁচ উপজেলা প্রশাসন, জেলা পর্যায়ের সরকারি অফিস ও বে-সরকারি কারিগরী স্কুল-কলেজের মোট ২৩টি স্টল বসেছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/পিসি