রাজশাহী: পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়ে সুদ আদায় হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা। এরপরও আসল টাকা পাওনাই রয়ে গেছে! আসল টাকা ও অতিরিক্ত আরও সুদ দিতে অস্বীকৃতি জানানোয় ঋণগ্রহণকারী ব্যক্তি ও পরিবারের সদস্যদের মারধর করেছেন দাদন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তোভোগীরা মহানগরীর বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারী নাজিরা জানান, মহানগরীর সপুরা এলাকার সামসুন্নার ও রায়হান হাসানের কাছ থেকে এক বছর আগে সুদের উপরে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন তার স্বামী মোর্শেদ।
সামসুন্নার ও রায়হান হাসান দু’জন যৌথভাবে সুদের ব্যবসা করেন। ওই সময় কথা ছিলো ৫০ হাজার টাকার বিনিময়ে প্রতিমাসে ১৮ হাজার টাকা সুদ দেওয়া হবে।
কিন্তু অভাবের সংসারে তারা দিনে দিনে আরও অসহায় হয়ে পড়েন। আসল টাকা তো দূরের কথা সুদের অর্থ প্রতিমাসে শোধ করতে করতে ১০ মাসে এক লাখ ৮০ হাজার টাকা শোধ করা হয়েছে।
এতো টাকা দেওয়ার কারণে তার পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। সম্প্রতি সুদের টাকা বাদ দিয়ে আসল টাকাটা ধীরে ধীরে শোধ করার অনুরোধ জানালেও দাদন ব্যবসায়ীরা তা শোনেন না।
তারা সুদসহ আসল টাকা দাবি করতে থাকে। এ বিষয়ে এলাকার সালিসও বসে। ওইসময় দুই মাসের মধ্যে আসল টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও দাদন ব্যবসায়ীরা তা শোনেন না।
পরে বৃহস্পতিবার সকালে দাদন ব্যবসায়ীরা সুদসহ আসল টাকা নেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে টাকা চান। কিন্তু তারা তা দিতে অপারগতা জানালে তাদের মারপিট করা হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরে উভয়পক্ষকে ডেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএস/এমজেএফ/
** আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ইসির হুঁশিয়ারি
** ছয় দফায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন
** ৭৫২ ইউপিতে নির্বাচন ২২ মার্চ