ঢাকা: জ্বালানি প্রাপ্যতা নিশ্চিত করতে নিজেদের সৃষ্টিশীলতা কাজে লাগানোর পাশাপাশি গবেষণাধর্মী নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত 'এনার্জি এক্সেস ভার্সেস এনার্জি প্রোভার্টি: ইম্লিক্যাশন ফর পলিসি ওয়ার্ক' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাসটেইনেবল অ্যান্ড রিনেইবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) ও বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, সময় পরিবর্তন হচ্ছে। আমরা সেই পরিবর্তনের সঙ্গে কতটুকু খাপ খাওয়াতে পারছি, সেদিকে নজর দিতে হবে।
তিনি বলেন, আমাদের সবার সৃষ্টিশীলতা কাজে লাগাতে হবে। আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠান আরও গড়ে তুলে কাজ করতে হবে। তবেই জ্বালানির প্রাপ্যতা সহজ ও নিশ্চিত করা যাবে।
এ সময় তিনি বিদ্যুৎ, জ্বালানিতে উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন।
সেমিনারের শুরুতে আইএফপিআরআই'র ভিজিটিং সিনিয়র রিসার্চ ফেলো ড. শহীদ খন্দকার এনার্জি এক্সেস ভার্সেস এনার্জি প্রোভার্টি: ইম্লিক্যাশন ফর পলিসি ওয়ার্ক এর ওপর এবং এসআরইডিএ'র মেম্বার সিদ্দিক জুবায়ের মাল্টি টায়ার অ্যাপ্রোচ টু মিজারিং এনার্জি এক্সেস : প্রোগ্রেস টুওয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিইপিআরসি'র চেয়ারম্যান ড. আহম্মেদ কাইকাওয়াস। উপস্থিত ছিলেন এসআরইডিএ'র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদারসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
একে/টিআই