ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে শহরের প্রধান প্রধান সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে সড়কের দু’পাশের ফুটপাত থেকে শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়েছে।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া বাংলানিউজকে জানান, উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জের চাষাঢ়া, হকার্স মার্কেট, মিশনপাড়ার বিভিন্ন সড়কের রাস্তার দুপাশে থাকা ফুটপাতের অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়।

তিনি বলেন, শহরকে যানজট মুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান। অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করা হয়। এ অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি না হয়।

ওসি আব্দুল মালেক জানান, আমরা শহরকে যানজটমুক্ত করতে কাজ করছি। এই অভিযান চলবে। সেই সঙ্গে সড়কে অযথা পার্কিং করে রাখা গাড়িগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।