ঢাকা: পরিমাপে কারচুপি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে ২৯টি খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে এক লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীসহ বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলো জরিমানা করা হয়।
অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। বাজার তদারকির অংশ হিসেবে এসব অভিযানে অংশগ্রহণ করেন আটজন কর্মকর্তা।
সূত্র জানায়, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর বংশাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য তৈরির অপরাধে আল রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রা. লি. ও বরিশাল মুসলিম হোটেলের মালিককে যথাক্রমে ২০ হাজার ও ৩০ হাজার টাকা এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে আল আমিন চাইনিজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাঁচ প্রতিষ্ঠানের মালিককে ছয় হাজার, রংপুরের পীরগাছা উপজেলার চার প্রতিষ্ঠানের মালিককে ৩১ হাজার, গোপালগঞ্জ সদর উপজেলার চার প্রতিষ্টানের মালিককে ছয় হাজার, পাবনার বেড়া উপজেলার তিন প্রতিষ্ঠানের মালিককে আট হাজার, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিন প্রতিষ্ঠানের মালিককে ১৪ হাজার, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাঁচ প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার ৩০০ টাকা এবং ভোলা সদর উপজেলার দুই প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পরিমাপে কারচুপি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য তৈরির অপরাধে এসব জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
একে/এমজেএফ