চান্দিনা(কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ফসলের জমি থেকে মাটি কাটার দায়ে ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের জরুণ্ডা এলাকার এস.কে ব্রিকস ফিল্ডে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
এসময় ইট তৈরি করতে পার্শ্ববর্তী ফসলের জমি থেকে টপ সয়েল কেটে আনার দায়ে ইট ভাটার মালিক মো. জামসেদ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পিসি ।