ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হওয়ায় স্থিতিশীলতা আসেনি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হওয়ায় স্থিতিশীলতা আসেনি

সংসদ ভবন থেকে: পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও স্থিতিশীলতা আসেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য-রাঙ্গামাটি থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য উষাতন তালুকদার।

চুক্তি বাস্তবায়নে অবেহলা করা হলে ওই এলাকায় ক্যান্সারের মতো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করতে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। চুক্তির অনেক বিষয় বাস্তবায়ন হলেও জেলা ও আঞ্চলিক পরিষদ এখনও অকার্যকর রয়েছে। এ কারণে এখনও সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে।

তিনি আরও বলেন, বলা হচ্ছে শান্তিচুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়ন হয়েছে। ধারা কতকগুলো বাস্তবায়ন হয়েছে সেটা বিষয় না। বিষয় হলো, এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাসনের ক্ষেত্রে ঔপনিবেশিক কায়দায় শাসন করার মানসিকতা বিরাজমান রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

উষাতন তালুকদার আরও বলেন, দেশের একটি অংশকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব না। এখানে জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ এখনও অকার্যকর রয়েছে। এদের হাতে ক্ষমতা দিতে হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসকে/এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।