ঢাকা: উদীচীর সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী তিনদিনব্যাপী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন শুরু হবে ১৯ ফ্রেব্রুয়ারি। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা- এই দুইয়ের বিরুদ্ধে একইসঙ্গে নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে এ কনভেনশন উদ্বোধন হবে ১৯ ফেব্রুয়ারি বিকেল তিনটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে কনভেনশনের উদ্বোধন করবেন তিন প্রবীণ বিপ্লবী কমরেড জসিম উদ্দিন মণ্ডল, কামাক্ষ্যা রায়চৌধুরী এবং অধ্যাপক যতীন সরকার। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
তিনদিনের এ সম্মেলনে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক সংগ্রামের ধরন ও নানা অভিজ্ঞতা বিনিময় করবেন বিভিন্ন দেশ থেকে আসা প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তাদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তৈরি করা ঢাকা ঘোষণা পাঠ হবে কনভেনশনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি বিকেলে।
এবারের কনভেনশনে এরই মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও জাপানসহ কয়েকটি দেশ। ওইসব দেশে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামে লিপ্ত বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচীর কনভেনশনে যোগ দেবেন।
কনভেনশনে ভারত থেকে অংশ নেবে ১২টি সংগঠন। তাদের মধ্যে বেশ কয়েকটি সংগঠন তাদের বৈচিত্র্যময় পরিবেশনা তুলে ধরবে। থাকবে একক পরিবেশনাও। ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু মাইতি, শুভপ্রসাদ নন্দী মজুমদার, সাংস্কৃতিক সংগ্রামী রতন বসু মজুমদার, মালিনী ভট্টাচার্য প্রমুখ কনভেনশনে উপস্থিত থাকবেন।
পাকিস্তান থেকে আসবেন প্রগতিশীল গানের দল ‘লাল’ ব্যান্ডের প্রধান প্রফেসর তৈমুর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাহাত সাঈদ প্রমুখ। দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোর সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল সংস্কৃতি কর্মীরা ছাড়াও বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রগতিশীল লড়াই-সংগ্রামে নিয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি অংশ নেবেন এ কনভেনশনে।
কনভেনশন সফলভাবে আয়োজন করার লক্ষ্যে উদীচীর সভাপতি কামাল লোহানীকে চেয়ারম্যান করে প্রস্তুতি কমিটি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএম/এএ