ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে রাস্তার কোনো কাজ না করেই কর্মসৃজন প্রকল্পের ৪৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।
ইতোমধ্যে কাগজপত্রে সব ঠিকঠাক দেখিয়ে তিনি এ প্রকল্পের অর্ধেক টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় চরভেলামারী গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান এক লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১৫-১৬ অর্থ বছরে উপজেলার ১নং বেতাগৈর ইউনিয়নে সরকার নির্ধারিত সময়ে ৫৯০ জন শ্রমিকের বিপরীতে প্রায় ৪৭ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেয় ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন সরকার কাজ না করেই উপজেলা প্রশাসন ও প্রকল্প কর্মকর্তা এটিও শাকিল ও কৃষি ব্যাংক মধুপুর বাজার শাখার ম্যানেজার আহাম্মদকে ম্যানেজ করে এ প্রকল্পের অর্ধেক টাকা ব্যাংক থেকে উঠিয়ে আত্মসাৎ করেন। বাকি টাকাও একই কায়দায় উঠিয়ে নিয়ে আত্মসাতের পায়তারা করছেন।
মাহমুদুল অভিযোগ করেন, প্রায় ১১ দিন আগে এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এসব বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানূর আলম বাংলানিউজকে বলেন, আমি এ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে মৌখিক অভিযোগ শুনেছি। আমি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছি।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
টিআই