ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মাদক বিক্রেতাদের হামলায় ২ পুলিশ সদস্য আহত, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নারায়ণগঞ্জে মাদক বিক্রেতাদের হামলায় ২ পুলিশ সদস্য আহত, আটক ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক বিক্রেতাদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক ও অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৬ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সুফিয়ান, রাজু, বাপ্পী ও আরো তিনজন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মাদকসেবীরা ৮/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫টি ককটেল, ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মাদকের বড় একটি চালান আসছে- এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে হাজীগঞ্জে বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের ওপর হামলা চালায় ও  প্রায় ৮/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মাদক বিক্রেতাদের হামলায় এসআই মাজহারুল ইসলাম ও আরেক পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ ৬ মাদক বিক্রতাকে আটক করে।

এসআই মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে মাদক বিক্রেতারা আমাদের ওপর ককটেল হামলা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।