খুলনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টার কিছু পরে নগরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এতে প্রধান অতিথি থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
বাংলানিউজের এডিটর-ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম।
ফরটিস স্কটস হার্ট ইনস্টিটিউট, খুলনা আই টি ও আইল্যান্ড সিকিউরিটিজ হাউজ, খুলনা শাখার সৌজন্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বাংলানিউজের খুলনা ব্যুরো কার্যালয়।
এতে খুলনা নগরী ছাড়াও আশ-পাশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এরমধ্যে প্রায় অর্ধশত কুইজ বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমআরএম/এমএ