গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে কল্পনা আক্তার (৩০) নামে এক তৈরি পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কল্পনা তার স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলার আবদার লাল পুকুরপাড় এলাকার আমির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী সিদ্দিক মিয়া একজন পরিবহন শ্রমিক।
‘কল্পনা বৃহস্পতিবার রাত ১০টার পর কারখানার কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন। স্ত্রী রাত সাড়ে ১১টায় বাড়ি না ফেরায় স্বামী সিদ্দিক মিয়া তাকে খুঁজতে বরে হন। এক পর্যায়ে কর্মস্থল কটন মিলে খোঁজ নিয়ে বাসায় ফেরার পথে রাত ১২টার দিকে তাদের বসত বাড়ির পাশের একটি ড্রেনে কল্পনার মরদেহ দেখতে পান। ’
পরে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আশরাফুজ্জামান।
তিনি বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬।
এমএ