ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি দুইশ' গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চরবয়ারমারী এলাকা থেকে হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার সিঅ্যান্ডবি মোড়ের বিপরীতে চরবয়ারমারী এলাকায় যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হেরোইন বহনকারী দুইজন দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, হেরোইনগুলো বাজার করার ব্যাগে পলিথিনে মোড়ানো ছিলো। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।