মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের পাগলা ক্যাম্পের স্টেশন কমান্ডার মো. হাসানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি মুসরাত-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এ সময় লঞ্চে থাকা একাধিক ঝুড়িতে রাখা ৪০ মণ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ডের পেটি কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, জব্দ করা জাটকা পড়ে মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.অলিউর রহমানের কাছ হস্তান্তর করা হয়েছে। সেখানে জব্দ করা জাটকা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএ/