ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলানিউজও এগোচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলানিউজও এগোচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইন মিডিয়া এখন বিশ্বব্যাপী এগিয়ে যাচ্ছে। বাংলানিউজও ২৭০ জন কর্মী নিয়ে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) খুলনায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর-ইন চিফ আলমগীর হোসেন এ কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলানিউজের খুলনা ব্যুরো কার্যালয়ের উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলমগীর হোসেন বলেন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক সময় ডেস্কটপ, তারপর ল্যাপটপ এখন সবাই ট্যাব ও স্মার্টফোন ব্যবহার করছে।

‘অনলাইনের ফলশ্রুতিতে পাঠকরা প্রতিমুহূর্তের সংবাদ ঘটনার সঙ্গে সঙ্গেই পড়তে পারছেন। সঙ্গে সঙ্গে তাদের মতামতও দিতে পারছেন তারা,’ বলেন বাংলাদেশে অনলাইনের জনক।  

আলমগীর হোসেন বলেন, আমরা যুদ্ধ করে বাংলা ভাষা পেয়েছি, যুদ্ধ করে পেয়েছি একটি স্বাধীন দেশ। ভাষার মাসে বাংলানিউজের খুলনা ব্যুরো কার্যালয়ের এই উদ্যোগ বেশ প্রশংসনীয়।

কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যারা এই অনুষ্ঠানে স্পন্সর করেছেন তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি।
 
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪৪ শিক্ষার্থীর মধ্যে ৫ জনকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন অনুষ্ঠানের সভাপতি আলমগীর হোসেন।

তিনজন ছাত্রী ও দুই জন ছাত্রকে এই পুরস্কার দেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানস্থল নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গরিব পরিবারের পাঁচ মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণ‍া দেন তিনি।
 
বাংলানিউজের এডিটর-ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বাংলানিউজ খুলনা ব্যুরো কার্যালয়ের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম।

অন্যদের মধ্যে বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ, মাউশি খুলনা অঞ্চলের গবেষণা কর্মকর্তা মো. কামর‍ুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।  

প্রতিযোগিতায় সহযোগিতা করে ফরটিস স্কটস হার্ট ইনস্টিটিউট, খুলনা আই টি  ও আইল্যান্ড সিকিউরিটিজ হাউজ, খুলনা শাখা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
টিএইচ/এমএ

** ২৪ ঘণ্টার সংবাদ দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বাংলানিউজ
** খুলনায় বাংলানিউজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্ছ্বাস
** খুলনায় বাংলানিউজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।