ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা ও মৈশাইর গ্রামবাসীর মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। এসময় সংঘর্ষকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবস্থান নিলে পুলিশ টিয়ার শেল ও রাবার ছুড়ে তাদের হটিয়ে দেয়।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী আহত হবার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান গেছে।

তবে কি কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো কেউ জানাতে পারেনি।

আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, কি কারণে সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করছে।  

সংঘর্ষকারীদের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সংঘর্ষ গ্রামের ভেতরে ছড়িয়ে পড়েছে বলেও জানান এসপি।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।