ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সন্ত্রাসীকে হত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বগুড়ায় সন্ত্রাসীকে হত্যার চেষ্টা

বগুড়া: বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় সন্ত্রাসী রাশেদুল ইসলামকে (৩৫) হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে সহযোগী রাজিব (৩৬) দুর্বৃত্তের রাম-দায়ের কোপে আহত হন।



বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে যান। সেখানে রাশেদুলের অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে রাশেদুল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও অস্ত্রআইনে মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার আগ থেকেই রাশেদুল ও তার সহযোগী রাজিব ফুলবাড়ি এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের সামনে শিক্ষার্থী ছাউনীতে বসেছিলেন। ঠিক সেই মুহুর্তে একদল দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। একপর্যায়ে তারা রাশেদুলকে ধরে দুই হাত-পায়ের রগ কেটে দেয়। মাথায় রাম-দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সহযোগী রাজিব তাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।