গোপালগঞ্জ: সরস্বতি পূজা উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন স্থানে প্রতিমার হাট বসেছে। ওই সব হাট থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিমাসহ পূজার উপকরণ কিনছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও আনন্দ ঘন পরিবেশে মধ্য দিয়ে জেলা বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরের মত এবারও হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়িতে স্বরসতীর মূর্তি স্থাপন করে পূজা অনুষ্ঠিত হবে। তাই সবাই এখন ব্যস্ত প্রতিমা কিনতে।
জেলা শহরের গোহাট সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী, কেন্দ্রীয় কালীবাড়ী, সাতপাড়, বৌলতলী, জলিরপাড়, রাউথর, ভাঙ্গারহাট, কোটাপাড়া, রামদিয়া, টুঙ্গিপাড়ার লেবু তলাসহ অন্তত অর্ধশত হাট-বাজারে প্রতিমা বিক্রি হচ্ছে।
জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্রি করার জন্য এ হাটে প্রতিমা নিয়ে এসেছে পালেরা। এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে ৮০ থেকে দেড় হাজার টাকায়। যে যার পছন্দ আর সাধ্য মত কিনছেন প্রতিমা।
শুধু বাড়িতেই নয় শহর ও গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও অনুষ্ঠিত হবে এ পূজা। শিক্ষার্থীরা অধীর আগ্রহে সারা বছর এ দিনটির জন্য অপেক্ষা করতে থাকেন দেবির সামনে বসে অঞ্জলি নেওয়ার জন্য। এ হাটে শুধু প্রতিমাই নয় বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণ।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএইচ