ঢাকা: ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১৫-১৬ কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আনোয়ার হোসেন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার প্রমুখ।
এবছর ডিএসসিএসসি ২০১৫-১৬ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫৮ জন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর ২৩ জন কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনীর ২০ জন কর্মকর্তা এবং ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিয়ন, শ্রীলংকা, সুদান, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ৬৭ জন কর্মকর্তাসহ মোট ২৬৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এটি