ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘায় বালুবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বাঘায় বালুবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত

রাজশাহী: রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মানিক হোসেন নামের আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মর্শিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মানিক বাঘা পৌরসভার মর্শিদপুর গ্রামের আইনাল হকের একমাত্র ছেলে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে জানান, মানিকসহ কয়েকজন শিশু গ্রামের আম বাগানের মধ্যে খেলছিল।

এ সময় বালুবাহী ট্রাক্টরটি মূল সড়ক থেকে ওই বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় মানিক। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় চালক ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে কিছুক্ষণের মধ্যে থানায় নিয়ে যাওয়া হবে।
পরে জড়িত ট্রাক্টর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময় : ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।