সিলেট: ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশসহ সব পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল দুপুরে সিলেট সদর উপজেলার বাধাঘাটে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাধাঘাট নির্মিতব্য কারাগার সংলগ্ন এলাকায় ইউনাইটেড কোম্পানি নামে শতকোটি টাকার জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু মিয়া পক্ষে দণ্ডারচর এলাকার লোকজন ওই জায়গার দখল নিতে যান।
এ সময় অপরপক্ষের লোকজন জায়গা উদ্ধার করতে নুরে আলম সিরাজীর পক্ষে সোনাতলা গ্রাম ও মকসুদ আহমদের পক্ষে মৈয়ারচরের গ্রামবাসীও জড়ো হন সেখানে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি বেগতিক হলে সেখানে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোঁড়া হয়।
এসময় ৮ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫জন আহত হন। তাদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
তিনি বলেন, ইউনাইটেড কোম্পানির শতকোটি টাকার ভূমির দখল নিতে গিয়ে তিনগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩৩ রাউন্ড শর্টগানের গুলি ও ৮টি টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।
বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে বলে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এনইউ/এমএ