ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশুটি কার?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শিশুটি কার? ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহর থেকে উদ্ধার করা মানসিক প্রতিবন্ধী একটি শিশুকে (১০) নিয়ে বিপাকে পড়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) শহরের পুলিশ লাইনস বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।



এরপর পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হলেও শিশুটির খোঁজে কেউ আসেনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, পুলিশ লাইনসের সামনে বাসস্ট্যান্ড এলাকায় শিশুটিকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করে। ছেলেটি তার নাম বায়েজিদ ও বাবার নাম মনোয়ার হোসেন বলে জানিয়েছে। তবে সে ঠিকানা বলতে পারে না।

কেউ শিশুটির পরিচয় জানলে তা সদর থানা পুলিশকে জানাতে অনুরোধ করেন ওসি।

ওসির সঙ্গে যোগাযোগের ঠিকানা-
মো. সেলিম রেজা, গোপালগঞ্জ সদর থানা, গোপালগঞ্জ। মোবাইল নম্বর ০১৭১৩৩৭৩৫৭২।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।