ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬৬ ফুট উঁচু কালী মূর্তির পূজা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
৬৬ ফুট উঁচু কালী মূর্তির পূজা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: ৬৬ ফুট উঁচু কালী মূর্তির পূজা করা হচ্ছে পিরোজপুরে! মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের নির্মল চাঁদ ঠাকুর বাড়ির ধাম আশ্রমে এ পূজা উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ পূজার্চনা।



ধাম আশ্রমে তিন যুগ ধরে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে, ২০০৭ সাল থেকে বড় আকারের কালী মূর্তির পূজা শুরু হয়। ২০ জন শ্রমিক আর তিনজন মূর্তি তৈরির কারিগর দুই মাস ধরে ৬৬ ফুট উচ্চতার কালী মূর্তি তৈরি করেছেন। ভাস্কর নিত্যানন্দ হালদার ও কার্তিক দাসের নেতৃত্বে এ কালী মূর্তি তৈরি করা হয়েছে।

ভাস্কররা বাংলানিউজকে জানান, ২০০৭ সালে ধাম আশ্রমে প্রথমে ২১ ফুট উচ্চতার মূর্তি তৈরি করা হয়। ২০১৪ তৈরি করেছেন ৫২ ফুট উচ্চতার মূর্তি। ২০১৫ সালে ৬৩ ফুট। তাদের দাবি, এত বড় উচ্চতার মাটির তৈরি মূর্তি দেশে এটাই প্রথম।

তিন দিনের পূজায় শ্যামা সংগীত, কবিগান, হরি যাত্রাসহ নানা আচার-অনুষ্ঠান পালন শেষে রোববার সকালে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ ব্যাপারী বাংলানিউজকে বলেন, এবার ৬৬ ফুট উচ্চতার কালী মূর্তি তৈরি করা হয়েছে। এটি দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।