পিরোজপুর: ৬৬ ফুট উঁচু কালী মূর্তির পূজা করা হচ্ছে পিরোজপুরে! মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের নির্মল চাঁদ ঠাকুর বাড়ির ধাম আশ্রমে এ পূজা উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ পূজার্চনা।
ধাম আশ্রমে তিন যুগ ধরে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে, ২০০৭ সাল থেকে বড় আকারের কালী মূর্তির পূজা শুরু হয়। ২০ জন শ্রমিক আর তিনজন মূর্তি তৈরির কারিগর দুই মাস ধরে ৬৬ ফুট উচ্চতার কালী মূর্তি তৈরি করেছেন। ভাস্কর নিত্যানন্দ হালদার ও কার্তিক দাসের নেতৃত্বে এ কালী মূর্তি তৈরি করা হয়েছে।
ভাস্কররা বাংলানিউজকে জানান, ২০০৭ সালে ধাম আশ্রমে প্রথমে ২১ ফুট উচ্চতার মূর্তি তৈরি করা হয়। ২০১৪ তৈরি করেছেন ৫২ ফুট উচ্চতার মূর্তি। ২০১৫ সালে ৬৩ ফুট। তাদের দাবি, এত বড় উচ্চতার মাটির তৈরি মূর্তি দেশে এটাই প্রথম।
তিন দিনের পূজায় শ্যামা সংগীত, কবিগান, হরি যাত্রাসহ নানা আচার-অনুষ্ঠান পালন শেষে রোববার সকালে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ ব্যাপারী বাংলানিউজকে বলেন, এবার ৬৬ ফুট উচ্চতার কালী মূর্তি তৈরি করা হয়েছে। এটি দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পিসি