ময়মনসিংহ: আশ্রায়ন প্রকল্পের জন্য বহুল ভবন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, শহর এলাকায় জমি কম থাকার কারণে আশ্রায়ন প্রকল্পের জন্য বহুতল ভবন হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে ‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ৩৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুখ্য সচিব বলেন, আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে শুধু মানুষের জন্য আবাসন নিশ্চিত করলেই হবে না, তারা যেন সেই আবাসনে স্থায়ীভাবে বসবাস করেন সেজন্য তাদের রোজগারের ব্যবস্থা করে সম্পূর্ণ পুনর্বাসন করতে হবে।
আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রকাশ্যে আশ্রায়ন প্রকল্পের আওতায় আসার মতো দরিদ্র মানুষদের নির্বাচন করতে হবে। তাহলে স্বচ্ছল মানুষরা এ প্রকল্পের বাড়ি বরাদ্দ পাবেন না।
ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের পরিচালক মো. জহিরুল হক। এছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুখ্য সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গৃহহীন মানুষদের পুর্নবাসনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই মহানুভবতারই সফল বাস্তবায়ন আজকের আশ্রায়ন প্রকল্প। আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে শুরু করে ১ লাখ ২৮ হাজার গৃহহীন পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমএএম/জেডএস