রাজবাড়ী: ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে রাজবাড়ী জেলা সদরের দাদশীতে কমিউনিটি পুলিশিং কমিটি পুনর্গঠন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দাদশী রেলওয়ে মাঠে দাদশী ইউনিয়নবাসীর আয়োজনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ।
দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা সভা প্রস্তুত কমিটির আহ্বায়ক লুৎফর রহমান বাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ মো. আওলাদ হোসেন, রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক এস এম নওয়াব আলী ও সদস্য সচিব মো. আব্দুর রহমান মোল্লা।
সেখানে আরও বক্তব্য রাখেন- দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা আ. হাকিম, মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, দাদশী ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি শফিকুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি তোরাপ আলী, বিএনপি সভাপতি গোলাম মর্তুজা, দাদশী ৫নং ওয়ার্ড কাউন্সিলর আ. হাকিম মোল্লা, সদর থানা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম এরশাদ ও রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পিসি