ঢাকা: বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ঋত্বিক কুমার ঘটক একজন মানবিক নির্মাতা ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ঋত্বিক ঘটকের ৯০তম জন্ম ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাতীয় জাদুঘরে ‘ঋত্বিক রেট্রোস্পেকটিভ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী।
আসাদুজ্জামান নূর বলেন, তার যতো কাজ আছে সবমিলে তিনি একজন মানবিক নির্মাতা ছিলেন। মানুষের কষ্টগুলোকে নিজের মধ্যে ধারণ করেই চলচ্চিত্রে তা প্রকাশ করেছেন। গুণী এই নির্মাতা চলচ্চিত্রের মাধ্যমে দুই বাংলার মানুষের মাঝে অবিচ্ছেদ্য সম্পর্কের বন্ধন তৈরি করে দিয়ে গেছেন।
ঋত্বিক ঘটক তার চলচ্চিত্রে মানুষ, দেশ ভাগ, শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট এবং বাংলাদেশকে ফুটিয়ে তুলেছিলেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের অধ্যাপক সঞ্চয় মুখোপাধ্যায় বলেন, তিনি না থাকলে এ উপমহাদেশে চলচ্চিত্র শিক্ষা আধুনিকভাবে প্রবর্তিত হতো না। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র দেখে বাঙালি নিজেকে অনেকখানি চিনতে পারে।
ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ঋত্বিক ঘটক বাঙালি সংস্কৃতির একটি উজ্জল নক্ষত্র। মাত্র ৫৫ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে।
এসময় বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল হক, ঋত্বিক ঘটকের মেয়ে সংগীতা ঘটক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২,২০১৬
এমআইকে/জেডএস