ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে শিশুপুত্রসহ মায়ের আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ঈশ্বরদীতে শিশুপুত্রসহ মায়ের আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে স্বামীর ওপর রাগ করে দুই শিশুপুত্রের মুখে বিষ ঢেলে দিয়ে পাপিয়া সুলতানা (৩০) নামের এক মা আত্মহত্যা করেছেন। এতে পাপিয়া ও তার এক ছেলের মৃত্যু হয়েছে।

অন্য ছেলের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. আশিকুর রহমান সাগর জানান, রাতে ঢুলটি গ্রামের এনজিও কর্মী মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী পাপিয়া সুলতানার ঝগড়া হয়। এর জের ধরে পাপিয়া তাদের দুই ছেলে ইমন (৪) ও জীবনকে (২) বিষ পান করিয়ে নিজেও বিষপান করেন। টের পেয়ে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে পাপিয়া ও তার ছোট ছেলে জীবনের মৃত্যু হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ইমনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।