ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা

নীলফামারী: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নীলফামারীর ২৪ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল, সোয়েটার ও স্থানীয় উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।



সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’টি করে কম্বল ও জেলা পুলিশের উদ্যোগে একটি করে কম্বল ও একটি করে সোয়েটার দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের মধ্যে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান ও এসপি পত্নী রুমানা নাহিদ খান ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল ও সোয়েটার তুলে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা উপস্থিত ছিলেন।

এরআগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে কম্বল বিতরণ করেন।

শুক্রবার সন্ধ্যায় গোড়গ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের পুকুরপাড়ায় অগ্নিকাণ্ডে ২৪ পরিবারের ৬০টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে , অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারপ্রাপ্ত ইউএনও ফখরুল হাসান বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সরকারিভাবে তাদের নগদ এক হাজার টাকা ও ৩০কেজি করে চাল দেওয়া হবে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে স্থানীয় উদ্যোগে চিড়া ও গুড় ও শুকনো খাবার বিতরণ করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।