ঢাকা: সুপ্রিম কোর্টে পূজা উদযাপন কমিটি আয়োজিত সরস্বতী পূজা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে উপস্থিত সকলের খোঁজ-খবর নেন এবং সকলের সঙ্গে পূজার আচার পালন করেন।
বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।
এই মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মঞ্চে একটি প্রতিমা ও বক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার অরুনাভ চত্রুবর্তী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, বিশ্বজিৎ রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৩,২০১৬
ইএস/আরআই