ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশেষ দিনে পর্যাপ্ত নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিশেষ দিনে পর্যাপ্ত নিরাপত্তা ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবসসহ বিশেষ দিনগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এসব দিবসকে ঘিরে কোনো নিরাপত্তার হুমকি কিংবা নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) গঠিত নতুন কমিটির পক্ষ থেকে এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো অবস্থায় আছে। বই মেলা, ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসসহ বিশেষ দিনগুলোকে লক্ষ্য রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনার বলেন, সবকিছুকে ঘিরে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখছি এবং আমাদের ডিএমপি পুলিশও সাদা পোশাকে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এই নিশ্ছিদ্র নিরাপত্তার ফলে বই মেলা অত্যন্ত উৎসব মুখরভাবে উদযাপিত হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবারের বই মেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এছাড়াও আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

‘হুমকি রয়েছে কি না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নিরাপত্তা রক্ষার জন্য আমাদের কাজ আমরা করে থাকি। যে সকল
হুমকি আছে বা থাকতে পারে সেইগুলোকে মাথায় নিয়ে তার কাউন্টার হিসেবে পর্যাপ্ত নিরাপত্তার বিধান করেছি। ’

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি জনগণ। আইন-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোন আশঙ্কা নেই। আমরা জনগণের পাশে আছি এবং জনগণের নিরাপত্তা দেব। কোন ব্যক্তির জন্য বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে তাও দেব।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এনএইচএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।