ঢাকা: ‘উন্নয়নের গোলকধাঁধায় ঘুরপাক খেতে খেতে আমরা হারিয়েছি সবটুকু অবসর। ভুলে গেছি জীবনের স্বাভাবিকতা।
এমন আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আয়োজিত হচ্ছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের বসন্ত উৎসব।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলা ভবনের সামনে বটতলায় প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করে সমগীত।
দিনব্যাপী এই আয়োজনে রয়েছে-
বাঁশি:
সৌরভ সরকার
নাচ:
নাই আয়ে সিং
রেপু মারমা
মাকিং
উথাই
কেয়া চাকমা
সুখি চাকমা
এলিজাবেথ
ঝিলিক চাকমা এবং
মুক্তা ঠাকুর
গান:
সমগীত ঢাকা শাখা
সমগীত নারায়ণগঞ্জ শাখা
চিৎকার
মাদল
সনাতন
ভাবছি
সমগীতের গানের দল
লীলা ব্যান্ড
কফিল আহমেদ
সায়ান
চাঁপাইনবাবগঞ্জের লোকসংগীত শিল্পী আব্দুল আউয়াল
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমজেএফ