লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কাউসার (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত কাউসার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রামের আলম বেপারির ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে করইতলা এলাকার সওদাগর রাস্তার মাথা থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রী লরেন্স মাদ্রাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠে। এ সময় অটোরিকশায় থাকা কাউসার ওই ছাত্রীর গায়ে হাত দেয় ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন।
লরেন্স বাজার এলাকায় এসে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/এসআর