ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে টহল পুলিশের নৌকাডুবিতে খোয়া যাওয়া দুটি অস্ত্র ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার তাঁজপুর এলাকার নদী থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করে।
এরআগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর সোহাগপুরের তাজপুর ইটখলা এলাকায় টহল পুলিশের একটি নৌকার সঙ্গে অপর একটি নৌকার ধাক্কা লাগলে পুলিশের নৌকাটি ডুবে যায়।
এতে পুলিশের উপপরিদর্শক (এসঅাই) অহিদুর রহমান (৫০), কনস্টেবল অাব্দুল মান্নান (৫০) ও হুমায়ূন কবির (৪৫) সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও একটি চাইনিজ রাইফেল ও একটি শটগান খোয়া যায়।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর