ঝিনাইদহ: গাছে গাছে রঙ বে-রঙের ফুল ও কোকিলের মধুর সুর জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর এ বসন্তকে বরণ করার জন্য ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মোহনা সাংস্কৃতিক একাডেমি শহর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় র্যালিতে তরুণ-তরুণী, প্রবীণ ও শিশুরা বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়া পড়ে নেচে গেয়ে মাথায় ফুল নিয়ে আনন্দ মেতে ওঠে।
পরে মোহনা সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গণে শিল্পীরা গান পরিবশেন করেন।
এছাড়াও শহরে বসন্ত উৎসবের বিভিন্ন সংগঠনের ব্যানারে ভরে যায়। শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিলড্রেন একাডেমির আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ১৫টি স্টল দেওয়া হয়। এ মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পিঠা ফাল্গুনি, পাটিসাপটা, পাকান, চিতই, ভাঁপা, জামাই ভাজন, কুমকুমসহ বিভিন্ন পিঠা স্থান পায়। মেলায় বিপুল সংখ্যক শিশু, কিশোর, নারী ও পুরুষের সমাগম ঘটে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/পিসি